কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।’

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
খালের পাশ থেকে লাশ উদ্ধার
খালের পাশ থেকে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লাার চান্দিনা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। চান্দিনার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া দক্ষিণ বাজার হয়ে জুরপুকুরিয়া-কাশিমপুর সড়কের সেতুর কাছে কাশিমপুর বেপারী বাড়ি এলাকার খালের পাশে একটি গাছের সাথে সকালে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। আশপাশের লোকজন লাশ দেখলেও কেউ নাম-পরিচয় বলতে পারছে না।

এর আগে তাকে কেউ এলাকায় দেখেনি। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। কেউ কেউ দাবি করছেন, ওই ব্যক্তিকে কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আবার কেউ বলছেন কোনো কারণে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।