গভীর রাতে নিখোঁজের পর পদ্মায় জেলের জালে আটকা পড়ল গৃহবধূর লাশ

শুক্রবার রাতে স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে তিনি স্বাভাবিকভাবে সবকিছু করেছেন। এর মাঝে রাত ১টার দিক থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
লাশ উদ্ধারের পর উৎসুক জনতা
লাশ উদ্ধারের পর উৎসুক জনতা |নয়া দিগন্ত

কুষ্টিয়া কুমারখালীতে রাতে নিখোঁজ আঞ্জুমান (২০) নামে এক গৃহবধূর লাশ সকালে পাওয়া গেছে পদ্মা নদীতে। জেলেদের জালে আটকা পড়ে তার লাশ। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া ত্রিমোহনী বারখাদা এলাকায়।

আঞ্জুমান শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পায়নি।

শনিবার (১ মার্চ) সকালে কালুয়া ফকিরপাড়া এলাকায় পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে তার লাশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে তিনি স্বাভাবিকভাবে সবকিছু করেছেন। এর মাঝে রাত ১টার দিক থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছয় মাস আগে তারা প্রেম করে বিয়ে করেছেন। তবে মেয়েটির মানসিক সমস্যা বা উপর দোষ (জ্বীনের আছর) ছিল বলেও জানান পরিবারের লোকজন।

স্থানীয়রা গৃহবধূর লাশ নদী থেকে উদ্ধারের পরে কুমারখালী থানায় খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে নারী পুলিশের সহযোগিতায় গৃহবধূর শরীর প্রাথমিকভাবে দেখে জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

এবিষয়ে কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে কোনোকিছু বুঝতে পারছি না। তবে নৌপুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। তবে মেয়ের পরিবার এখনো কোনো আইনগত ব্যবস্থার কথা জানায়নি এবং মানসিক সমস্যা ছিল না বলেও জানান তারা।