ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শনকালে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘বাংলাদেশ একটি বাগান, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমানভাবে বসবাস করে। জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে।’ তিনি সকল ধর্মাবলম্বীর প্রতি জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ আহমদ উল্লাহ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: ইউছুফ, সাবেক জেলা সেক্রেটারি মো: শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইন উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী উপজেলার হাতিমুড়া, হাফছড়ি ও জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেন।