ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে একটি তদন্তাধীন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
গ্রেফতার হওয়া যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন
গ্রেফতার হওয়া যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন |ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেফতার করেছেন পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের কাউতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই যুবলীগ নেতাকে সরাইল থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে একটি তদন্তাধীন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।