দাগনভূঞায় বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বেকের বাজারে অবস্থান নেয়। এ সময় একটি সিএনজিকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৭৫ পিস হুইস্কি, পাঁচ বোতল বোটকা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেফতার
বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকা থেকে দুই লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশী মদ উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার মরহুম ইসমাঈল হোসেনের ছেলে মো: সাকিল (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বেকের বাজারে অবস্থান নেয়। এ সময় একটি সিএনজিকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৭৫ পিস হুইস্কি, পাঁচ বোতল বোটকা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’