নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মাসুদের জানাজা ও দাফন সম্পন্ন

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার চাচা চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ মোহাম্মদ আবু নোমান।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মাসুদের জানাজা ও দাফন সম্পন্ন
নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মাসুদের জানাজা ও দাফন সম্পন্ন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ফটিকছড়ি সংবাদদাতা ও ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৎ ও সাহসী সাংবাদিক নেতা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদ(৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভূগছিলেন। বুধবার রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চার ভাই এক বোনের মধ্যে মাসুদ ছিল সবার বড়। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, এক বোন, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ মো: মাসুদ ছিলেন একজন সৎ ও ন্যায় পরায়ণ সাংবাদিক ও শিক্ষানুরাগী। তিনি দীর্ঘ সময় ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা করেন। তার মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার(৩১ জুলাই) দুপুর ২টার দিকে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার চাচা চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ মোহাম্মদ আবু নোমান।

জানাজায় অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াতের উত্তর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারি আবুল বাশার, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু এবং সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা, ফটিকছড়ি প্রেস ক্লাব, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফটিকছড়ি প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সাংবাদিক সৈয়দ মো: মাসুদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ এবং শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।

জেলা জামায়াত ও চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের শোক

এদিকে ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নয়াদিগন্তের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি ও বাংলদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি তরুণ ও সাহসী সাংবাদিক নেতা সাংবাদিক সৈয়দ মো: মাসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা আমির মো: আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারি সাংবাদিক আবুল বাশার।

নেতারা মহান আল্লাহর দরবারে তরুণ ও সাহসী সাংবাদিক নেতা এস এম মাসুদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।