নওগাঁয় সচেতনতা বৃদ্ধিতে সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

‘সমবায় সমিতিতে টাকা রাখলে সেটির কোনো নিশ্চয়তা থাকে না। সরকারি পেনশন স্কিমে টাকা রাখলে সেটির নিশ্চয়তা আছে এবং সরকারই একমাত্র আস্থার জায়গা।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁয় সচেতনতা বৃদ্ধিতে সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
নওগাঁয় সচেতনতা বৃদ্ধিতে সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী সার্বজনীন পেনশন মেলা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অর্থ মন্ত্রণলায়ের উপসচিব মর্জিনা আক্তার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা হোসনসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, ‘সমবায় সমিতিতে টাকা রাখলে সেটির কোনো নিশ্চয়তা থাকে না। সরকারি পেনশন স্কিমে টাকা রাখলে সেটির নিশ্চয়তা আছে এবং সরকারই একমাত্র আস্থার জায়গা। যার কারণে মানুষ সরকারি ব্যাংকে টাকা রাখে। পেনশন স্কিম টাকা রাখলে সকল শ্রেণিপেশার মানুষ উপকৃত হবে।