নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নয়া দিগন্ত

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নীলফামারী কলেজ স্টেশন পাড়ার ব্যাংক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে সাফরিন জান্নাত (৬) ও একই এলাকার ব্যবসায়ী জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু দুটি পরিবারের অজান্তে বাড়ির পাশের নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। ঘটনায় ফায়ার সার্ভিসের একটি দল এসে বেলা ৩টার দিকে পুকুরের তলদেশ থেকে দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নিহার রঞ্জন জানান, শিশু দুটিকে নিয়ে আসার আগেই মারা গেছে।

নীলফামারী সদর থানার এসআই সজিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।