পাটকেলঘাটায় বাসচাপায় মা-ছেলে নিহত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দু’জন।

ইয়াসিন আলী সরদার, তালা (সাতক্ষীরা)

Location :

Tala
পাটকেলঘাটায় বাসচাপায় মা-ছেলে নিহত
পাটকেলঘাটায় বাসচাপায় মা-ছেলে নিহত |প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দু’জন।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার পাইকগাছা থানার কপিলমুনি বাজারের কাপড় ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৬) ও তাদের ছেলে সৌরভ সাধু (২)।

আহতরা হলেন অপূর্ব সাধু (৩২) ও তাদের মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫)। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা, মেয়ে সূর্বণা ও ছেলে সৌরভকে নিয়ে মোটরসাইকেলে কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে কদমতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে রিতা ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘাতক বাস ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।