বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো মানুষের মনে-প্রাণে জায়গা করে আছে বলে মন্তব্য করে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, বিএনপি মানুষের কথা বলে।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল, অ্যাডভোকেট জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম খান, জাইদুল ইসলাম, সদস্য শ্যামল কাজী, কাজী কামরুজ্জামান লিপু ও আলী আনসার মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাসান আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য নাছির খান, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুর মাঝি, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী, রিফাত ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আতিক, বাসাইল মৎস্যজীবী দলের সভাপতি মো: আলাউদ্দিন ভূঁইয়া, থানা শ্রমিক দলের সভাপতি নাফিজ খান এবং নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির উজ্জামান পিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।