ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুর মো: রইছ উদ্দিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। আটটি প্যাকেটে ২০০ করে এবং দুটি প্যাকেটে ১০০ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের ছেলে।
তিনি আরো জানান, তার শ্বশুর মো: রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ইয়াবার কারবার করে আসছিল। রইছ উদ্দিন ওই এলাকার নুর হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ কারবারের সাথে আরো কারা জড়িত আছে, তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।