বন্দরে মেয়ে ও জামাইয়ের মারধরে শ্বশুর নিহত

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহে মেয়ে ও জামাইয়ের মারধরের পর বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দরে মেয়ে ও জামাইয়ের মারধরে শ্বশুর নিহত
বন্দরে মেয়ে ও জামাইয়ের মারধরে শ্বশুর নিহত |নয়া দিগন্ত

বন্দরে পারিবারিক কলহে মেয়ে ও জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যুতে চঞ্চল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নাসির উদ্দীন ওরফে দাদন(৬৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত দাদনের দ্বিতীয় স্ত্রীর কন্যা ঝিনুক পরিবারে কর্তৃত্ব নিয়ে প্রথম সংসারের মেয়ে আনুরি বেগম ও জামাই চঞ্চল মিয়া এ হত্যা ঘটিয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহে মেয়ে ও জামাইয়ের মারধরের পর বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে আটক করা হয়।’