চট্টগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অলি আহম্মদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে হাটহাজারী পৌরসভার শেরে বাংলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি আহম্মদ পৌরসভার আজিম পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজার-সংলগ্ন জামে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হন অলি। পরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। চমেক হাসপাতাল থেকে মেসেজ পেয়েছি আহত বৃদ্ধ মারা গেছে। হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।