সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পুকুরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে লাশটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজসহ আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে।



