হবিগঞ্জের নবীগঞ্জে মাকে নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি ফজল মিয়াকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় র্যাব-৯ এর একটি যৌথ দল শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করে ফজল মিয়া। ঘটনার পর মায়ের লাশ ঘরের ভেতরে এবং মাথা বাইরে রেখে পালিয়ে যায় সে। পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া ফজল মিয়াকে আইনানুগ প্রক্রিয়ায় নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি স্থানীয়দের মাঝে আবারো আলোচনার জন্ম দিয়েছে—মায়ের প্রতি অকৃতজ্ঞতার এমন আচরণ সমাজকে এখনও শিহরিত করে তোলে।



