কুষ্টিয়া সীমান্তে বিদেশী পিস্তল ও শর্টগানসহ আটক ২

এ সময় একটি বিদেশী পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
বিজিবির হাতে অস্ত্রসহ আটক আসামিরা
বিজিবির হাতে অস্ত্রসহ আটক আসামিরা |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে প্রথম অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় একটি বিদেশী পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পৃথক দু’টি অভিযানে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।

এ সময় মরহুম রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দারকে (৪৩) আটক করা হয়। তার বাড়ির উঠানে গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও একটি গুলি উদ্ধার করা হয়। পরে মঞ্জিল সর্দারের দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় জয়পুর বিওপির আওতাধীন এলাকায়।

অভিযানে মঞ্জিলের ভাতিজা শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দারের (২৫) বাড়ি তল্লাশি করে চালের ড্রামের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করেন, দু’দিন আগে তারা ভারতীয় সীমান্ত এলাকার এক ব্যক্তির কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছেন। উদ্ধার অস্ত্র ও গুলির আনুমানিক বাজারমূল্য এক লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেয়া হচ্ছে এবং দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।