গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

‘২৪ আমাদের চেতনার অংশ হয়ে গেছে। আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ আমাদের আগামী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে অনুপ্রেরণা যোগাবে যা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ' প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৭ জুলাই) গফরগাঁও মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গফরগাঁও মহিলা কলেজ ভবনের দেয়ালে শিক্ষার্থীদের অঙ্কিত গ্রাফিতি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘২৪ আমাদের চেতনার অংশ হয়ে গেছে। আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ আমাদের আগামী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে অনুপ্রেরণা যোগাবে যা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।’

অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিগুলো ঘুরে দেখেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন। প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর তাহিরা প্রথম, আনিকা দ্বিতীয় ও ইকরা তৃতীয় স্থান অর্জন করে।