গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, ট্রেন অবরোধ

‘অবরোধকারী শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলে নিহত শিশু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, ট্রেন অবরোধ
গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, ট্রেন অবরোধ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চার বছরের শিশু আইমান সাদাবকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়কে অবস্থান ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন শিশুর স্বজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় নিহত শিশু সাদাবের হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শিশুর স্বজনসহ শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাইস্কুল, সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় সড়কে বসে অবস্থান কর্মসূচি নেয়। পরে শিক্ষার্থীরা মিছিল সহকারে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টা ৪০মিনিটে রেলওয়ে স্টেশনে প্রবেশকালে ট্রেনটি অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় শত শত শিক্ষার্থী ট্রেনে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ও রেল লাইনে বসে ট্রেন অবরোধ করে রাখে এবং শ্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো স্টেশন এলাকায়। প্রায় আড়াই ঘন্টা অবরোধ চলাকালে জামালপুর এক্সপ্রেসে হাজার হাজার ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। অপদিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী রেলওয়ে স্টেশন এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি বালিপাড়া রেল স্টেশন আটকে পড়ে। এসব ট্রেন যাত্রীরাও দুর্ভোগে শিকার হন।

নিহত শিশু সাদাবের মা সুমাইয়া আক্তার কান্না জড়িতকণ্ঠে বলেন, ‘আমার একমাত্র নিষ্পাপ ছেলে কি অন্যায় করেছে। আমি আমার একমাত্র ছেলে সাদাব’র খুনীদের ফাঁসি চাই। এ ব্যাপারে থানা পুলিশের নিরব ভূমিকা বলে অভিযোগ তুলেন তিনি।

দুপুর আড়াইটা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া, পাগলা থানার ওসি ফেরদৌস আলম, গফরগাঁও রেলওয়ে ইনচার্জ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে অবরোধকারী শিক্ষার্থীসহ নিহত শিশুর স্বজনদের সাথে কথা বলেন এবং শিশু সাদাব হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও শাস্তিমূলক বিচারের ব্যবস্থা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে রেল লাইন থেকে সরে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অবরোধকারী শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলে নিহত শিশু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।’

গফরগাঁও রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, ‘প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রেল লাইন থেকে অবরোধ উঠিয়ে নেয়। এরপর বিকাল ৩টা ৫মিনিটে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্যে গফরগাঁও স্টেশন ছেড়ে যায়।

উল্লেখ্য, গত ১১ জুলাই দুপুরে গফরগাঁও উপজেলায় পাগলা থানাধীন দিঘীরপাড় এলাকার বাড়ির সামনে থেকে অপহরণ হয়। চার দিন পর ১৫ জুলাই সকালে বাড়ির পিছনে জঙ্গলের সাইডে পুকুর পাড়ে শিশু সাদাবের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।