বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। চোরেরা ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু চোরেরা স্থায়ী হয় না। চোরেরা পালিয়ে যায়। দিল্লির চোর দিল্লি পালিয়ে গেছে। চোরেরা যাওয়ার আগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার নেবো, সেটা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের বিজয়ের মাধ্যমে।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালীতে জামায়াত কাউখালী সদর ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় ইসলামী কমপ্লেক্স হল রুমে কাউখালী সদর ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাউখালি সদর ইউনিয়ন জামায়াতের আমির টি এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ছিদ্দীকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।