সখীপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে সড়ক সংস্কার

‘বৃষ্টি হলেই সড়কটি ডোবার মতো হয়ে যায়। হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে। আমরা দ্রুততম সময়ে স্থায়ী সংস্কার চাই।’

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
সড়ক সংস্কারে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
সড়ক সংস্কারে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কচুয়া-আড়াইপাড়া সড়কের সাময়িক সংস্কার করা হয়েছে। বর্ষার শুরু থেকেই সড়কে খানাখন্দে ভরা গর্তে পানি জমে চলাচল অনিরাপদ হয়ে পড়ায় এ উদ্যোগ নেয়া হয়।

শুক্রবার (৮ আগস্ট) সখীপুর উপজেলা শাখার নেতাকর্মীরা উদ্যোগে সকাল থেকেই চার কিলোমিটার এ সড়কটিতে সাময়িক সংস্কারের কাজ শুরু করেন।

কচুয়া-আড়াইপাড়া সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এটি বেশ কয়টি জেলা ও উপজেলার সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংস্কার কাজে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম জানান, খানাখন্দে পানি জমে থাকার ফলে সড়ক যেমন নষ্ট হয়, তেমন চালকরাও খানাখন্দের গভীরতা বুঝতে পারেন না। তাই সহজেই দুর্ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে খানাখন্দের পানিগুলো বের করার ব্যবস্থা করেছি। এতে জনদুর্ভোগ কিছুটা হলেও কমবে। স্থায়ী সংস্কারের জন্য তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, বৃষ্টি হলেই সড়কটি ডোবার মতো হয়ে যায়। হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে। আমরা দ্রুততম সময়ে স্থায়ী সংস্কার চাই।

শফিকুল ইসলাম একজন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সড়কের টেকসই সংস্কারের বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, ‘ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে সড়কে খানাখন্দের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেইনটেইনেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া থেকে সখীপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দুই-তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।’