গৌরব ও ঐতিহ্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচিতে উদযাপন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাসার ভূঁঞা। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: শাহ আলম। অতিথিরা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।
আলোচনা সভার প্রথম পর্বে বক্তব্য রাখেন সাবেক সচিব এ বি এম শাহাজান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম, শিক্ষা অধিদফতরের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সর্বশেষ ছাত্র সংসদের ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জিএস সানাউল্যাহ মজুমদার, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো: গোলাম সরোয়ার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হয়। ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি আনন্দ র্যালি কুমিল্লার কান্দিরপাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১৮৯৯ সালে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ১২৬ বছর ধরে জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের আলো ছড়াচ্ছে সমগ্র অঞ্চলে। এই বিদ্যাপীঠে বর্তমানে ২৯ হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্সে অধ্যয়ন করছে।



