শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন
হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন |নয়া দিগন্ত

বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়।

হোমিওপ্যাথিক চিকিৎসকদের আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শেরপুরের হোমিওপ্যাথিক চিকিৎসকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: আজিজুর রহমান, ডা: আবুল কাসেম, ডা: হাফিজুর রহমান, ডা: জাহাঙ্গীর আলম, ডা: জাহিদ আনোয়ার, ডা: আব্দুর রাজ্জাক, ডা: আব্দুর রহিম, ডা: আশরাফুল আলম, ডা: মাহমুদুল হক, ডা: কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নিজস্ব আইন ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ মেনে চলবে, বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না।