ঝালকাঠি প্রতিনিধি
শহীদ ওসমান হাদির স্মরণে তার নিজ জেলা ঝালকাঠিতে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জীবনীভিত্তিক প্রদর্শনী, মার্চ ফর জাস্টিস, হাদি সন্ধ্যা, স্মারক প্রবন্ধ উপস্থাপন ও স্মরণানুষ্ঠান পালিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টাযর দিকে ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তন প্রাঙ্গণ থেকে মার্চ ফর জাস্টিস নামে একটি ভ্যানর্যালি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইনসাফ মঞ্চের সদস্যরা অংশ নেন। র্যালিতে হাদি হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।
এর আগে শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শহীদ ওসমান হাদির জীবনী নিয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করেন জুলাই শহীদ কামালের সন্তান ও পরিবার। এরপর সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে হাদি সন্ধ্যা, স্মারক প্রবন্ধ উপস্থাপন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঝালকাঠি ইনসাফ মঞ্চ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।



