ঈশ্বরদীতে নিখোঁজের ৩ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাশুড়িয়ায় ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের মানিককর এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের তিন দিন পর ব্যাটারিচালিত ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটি হাত-পা বাঁধা ও অর্ধউলঙ্গ অবস্থায় ছিল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাশুড়িয়ায় ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের মানিককর এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমান আলী প্রামানিক (৬০) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামের জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমান আলী পেশায় একজন অটোভ্যানচালক। তিনি বেশির ভাগ সময় রাতেই অটো চালাতেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে বের হন। পরদিন মঙ্গলবার সকালে তিনি ফিরে আসেননি। পরে তার কোনো খোঁজখবর না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে উঠেন। তার নিখোঁজ নিয়ে এলাকায় মাইকিং করে মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানায় একটি জিডি করা হয়। পরে বুধবার সন্ধ্যায় এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে দাশুড়িয়ার মানিককর এলাকায় সড়কের পাশে একটি নির্জন স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সন্ধ্যায় হাত-পা বাঁধা ও অর্ধউলঙ্গ অবস্থায় লাশটি পড়ে ছিল। তবে তার অটো ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইমান আলীকে হত্যা করে তার অটো ভ্যানটি নিয়ে গেছে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) পনব কুমার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।