রংপুরের ৬টি আসনে ১৫ জনের মনোনয়ন ফরম উত্তোলন

মনোনয়ন ফরম বিতরণের দিন থেকে রোববার (২১ ডিসেম্বর) বিকেল পর্যটা পর্যন্ত সময়ে এসব ফরম তোলা হয়েছে। তবে কেউ মনোনয়ন ফরম দাখিল করেননি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম বিতরণের দিন থেকে রোববার (২১ ডিসেম্বর) বিকেল পর্যটা পর্যন্ত সময়ে এসব ফরম তোলা হয়েছে। তবে কেউ মনোনয়ন ফরম দাখিল করেননি।

রিটার্নিং কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে রংপুর-৩ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির ও আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা।

অন্যদিকে বেলা সাড়ে তিনটায় এই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট সুলতানুল আলম বুলবুল। তার সাথে ছিলেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ নেতাকর্মীরা। এছাড়াও এই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

অন্যদিকে রংপুর-২ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জামায়াত প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার, আমার বাংলাদেশ পার্টির আমিনুর রহমান। রংপুর-১ আসনে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, স্বতন্ত্র হিসেবে যুক্তরাজ্য প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনজুম আলী।

এছাড়া রংপুর-৬ আসনে নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুরে মনোনয়ন ফরম তোলেন বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। এ আগে এই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জামায়াত প্রার্থী নুরুল আমীন, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ।

এদিকে রংপুর-৫ আসনে দুপুরে মনোনয়ন ফরম তোলেন বিএনপির প্রার্থী গোলাম রব্বানী। এর আগে এই আসনে ফরম তোলেন সিপিবির প্রার্থী আবু হেলাল। অন্যদিকে রংপুর-৪ আসনে মনোনয়ন ফরম তুলেছেন জামায়াত প্রার্থী এটিএম আজম খান।

ফরম নিয়ে রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুর প্রধান নির্বাচনী এজেন্ট সুলতানুল আলম বুলবুল জানান, নির্বাচন হবে উৎসব মুখর। নির্বাচন নিয়ে কোন শঙ্কা নাই। রংপুরের এই আসনে এবার ইতিহাস গড়বে বিএনপি।

অপরদিকে ফরম উত্তোলন শেষে এই আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের প্রধান নির্বাচনী এজেন্ট মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই লেবেল প্লেয়িং ফিল্ড লাগবে। সেটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেটি করা হলে জাতীয় পার্টি অংশ নিবে এবং একটা বিশাল বিজয় ছিনিয়ে আনবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোহাম্মদ এনামুল আহসান বলেন, নির্বাচন সুস্ঠু, গ্রহনযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে যা যা করার দরকার সেটি করা হচ্ছে। সবাইকে আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।