খুলনার কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ ১৬ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় উপজেলা জামায়াতের নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকৃতরা হলেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহদফতর সম্পাদক আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো: মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন।’
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর শক্তিশালী নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে ১৬ নেতাকর্মীদের নিয়ে তিনি জামায়াতে যোগদান করেছেন।



