চুয়াডাঙ্গায় ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর-বালিহুদা এলাকায় ভৈরব নদের ওপর নির্মিতব্য ব্রিজের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন
চুয়াডাঙ্গায় ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর-বালিহুদা এলাকায় ভৈরব নদের ওপর নির্মিতব্য ব্রিজের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ তুলে ধরায় নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর মালিক মো: জাকাউল্লাহ ছয়জন গ্রামের বাসিন্দাকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) মাধবপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আবুল কালাম, আমিনুল মেম্বার, আক্তার হোসেন, আবু তালেব, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, আসাদুল ইসলাম, আইজদ্দী আহমেদ, রবিউল ইসলাম, মহিউদ্দিন ভোলা, মহি মোল্লা, তরিকুল ইসলাম, নাজিরুল, মহিদুল, আতিয়ার, আলামিন, রেজাউলসহ গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার ব্রিজের সংযোগ সড়কে কয়েকটি গাইড পিলার স্থাপন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, পিলারগুলো মানসম্মত না হওয়ায় তারা আপত্তি তুললে হালকা চাপেই কয়েকটি ভেঙে পড়ে। এর পরপরই ঠিকাদার মাজেদুল ইসলাম, কামাল, নাজিরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মাইদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা রাখেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘ব্রিজ নির্মাণের শুরু থেকেই অনিয়ম চলছে। আগের সরকারের সময় বিষয়টি তুললেই হুমকি দেওয়া হতো। এখনো প্রতিবাদ করলেই মামলা দেওয়া হচ্ছে।’

তাদের অভিযোগ, ‘পিলারগুলো এতটাই দুর্বল যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। অথচ প্রতিবাদ জানালেই আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে।’

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাকাউল্লাহ বলেন, ‘সব কাজ নিয়ম মেনে করা হচ্ছে। স্থানীয় কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তেজিত করছেন।’

জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ‘রোববার রাতে বিষয়টি আমরা জেনেছি। দ্রুতই প্রকল্প এলাকায় গিয়ে পরিস্থিতি যাচাই করা হবে।’