চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মাঠে সেচ দেয়ার কাজে যাওয়া কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি তিওরবিলা পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। তার গলায় শীতের টুপি ও প্যান্টের বেল্ট পেঁচানো ছিল। লাশটি ভুট্টা ক্ষেতের মাঝখানে পড়ে ছিল। পরনে ছিল প্যান্ট, ধূসর রঙের হুডি এবং নেভিব্লু রঙের ফুলহাতা জ্যাকেট।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে যুবককে হত্যার পর লাশটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জহ (ওসি) বানী ইসরাইল। তিনি জানান, লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



