পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে সনাতনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখমাটিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাজী জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, নাজিরপুর উপজেলা হিন্দু বিভাগের সভাপতি অধ্যাপক প্রদীপ হালদার, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদান্দ মন্ডল ও শিক্ষক উত্তম কুমার ঘরামী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘হিন্দুসহ অন্য ধর্মের উপাসনালয়, তাদের ইজ্জত-সম্মান ও সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত দ্বারা কখনো কোনো ক্ষতি হয়নি। বরং গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে কেবল সনাতন ধর্মাবলম্বী নয় বরং সকল ধর্ম শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’
এ সময় বক্তারা আরো বলেন, ‘জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে।’



