ঢাকা যাওয়ার পথে নিখোঁজ গৌরনদীর কাওসার, দুই দিনেও মেলেনি খোঁজ

জরুরি পাসপোর্ট সংক্রান্ত কাজে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়েছেন কাওসার হোসেন (২৫) নামের এক যুবক।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
ঢাকা যাওয়ার পথে নিখোঁজ গৌরনদীর কাওসার, দুই দিনেও মেলেনি খোঁজ
ঢাকা যাওয়ার পথে নিখোঁজ গৌরনদীর কাওসার, দুই দিনেও মেলেনি খোঁজ |নয়া দিগন্ত

জরুরি পাসপোর্ট সংক্রান্ত কাজে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়েছেন কাওসার হোসেন (২৫) নামের এক যুবক। ঘটনার দুই দিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের বাসিন্দা এবং আহম্মদ আলী সরদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকার পথে রওনা দেন তিনি। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

স্বজনরা জানান, সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও কাওসারের কোনো হদিস মেলেনি। একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন রহস্যজনক নিখোঁজে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে।

প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮১৯-৬৮১০৬৬) সর্বশেষ রাজধানীর কদমতলী এলাকায় সক্রিয় ছিল। এরপর থেকে সেটির আর কোনো লোকেশন শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান বলেন, ‘মোবাইল লোকেশন ঢাকার কদমতলী এলাকা দেখাচ্ছে। সে কারণে পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এদিকে কাওসার হোসেনের সন্ধান পেতে পরিবার যে কোনো সচেতন নাগরিকের সহায়তা কামনা করেছে। তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।