বরগুনার বেতাগীতে মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে র্যাফেল ড্রর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বেতাগী উপজেলা পৌর অডিটোরিয়াম মাঠে মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মিলাদ মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বরগুনা ২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি সম্পর্কে প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মাঝে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার টাকার পুরস্কার ২০টি, ১০ হাজার টাকার পুরস্কার ১০টি, ৩০ হাজার টাকার ১টি, ৫০ হাজার টাকার পুরস্কার ১টি ও এক লাখ টাকার পুরস্কার ১টি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রুহুল আমিন শরীফ। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, হাবিবুর রহমান নান্না, জলিলুর রহমান খান, এস এম নুরুল ইসলাম ইসলাম পান্না ও গোলাম সরোয়ার রিয়াদ খাঁনসহ অন্যরা।
এ সময় মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রুহুল আমিন শরীফ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বেতাগী উপজেলা সকল জনসাধারণের কাছে দোয়ার প্রার্থনার জন্য অনুরোধ করেন।



