জৈন্তাপুরে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত

তামাবিল মহাসড়কে উঠে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা সিপাহী মো: সিহাব ইসলাম রাব্বি রাস্তার পাশে পড়ে যান।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
জৈন্তাপুরে চোরাইপণ্যবাহী পিকআপভ্যানের ধাক্কায় এক বিজিবি সদস্য আহত
জৈন্তাপুরে চোরাইপণ্যবাহী পিকআপভ্যানের ধাক্কায় এক বিজিবি সদস্য আহত |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজার এলাকায় ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপভ্যানের ধাক্কায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তামাবিল মহাসড়কের এ ঘটনা ঘটে।

আহত ওই বিজিবি সদস্যের নাম মো: সিহাব ইসলাম রাব্বি (২১), তিনি জকিগঞ্জ (১৯ বিজিবি) ব্যাটালিয়নর অধিনস্থ সুরইঘাট বিওপিতে কর্মরত।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল একটি ডিআই পিকআপভ্যানকে চোরাইপণ্য বহন করছে সন্দেহ করে থামানোর সংকেত দেয়। পিকআপচালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চলে যায়। জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় পৌঁছে তামাবিল মহাসড়কে উঠে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা সিপাহী মো: সিহাব ইসলাম রাব্বি রাস্তার পাশে পড়ে যান। ভারতীয় চা পাতা বহনকারী পিকআপভ্যানটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন কাঠের সমিলের সাথে ধাক্কা খায় এবং গাড়িচালক পিকআপভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, আহত সদস্যের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ (১৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, পিকআপভ্যানটি থেকে বিজিবি টহল দল অবৈধ ভারতীয় চা পাতা জব্দ করে। চোরাইপণ্য বহনকারী পিকআপের মালিক মো: জহিরুল ইসলাম চা পাতার মালিক শাহজাহানের নাম নিশ্চিত হওয়া গেছে। ঘাতক পিকআপসহ চোরাইপণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।