মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মাসুদ

মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

Location :

Bauphal
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মাসুদ
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মাসুদ |নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো ও বাউফল সংবাদদাতা

মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি ১৬টি অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেন।

এর মধ্যে চারটি পরিবারকে অটোরিকশা কেনার জন্য আর্থিক সহায়তা, গোসিংগায় এলাকায় দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং আদাবাড়িয়া মিলঘর এলাকায় ১০টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন তিনি।

সহায়তা পেয়ে বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, ‘সহায় সম্বলহীন অবস্থায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। মাসুদ ভাইয়ের সহায়তায় অটোরিকশা কিনতে পারব, এখন থেকে পরিবারটা সুন্দরভাবে চলবে।’

একইভাবে ৮ নম্বর ওয়ার্ডের রহমান জানান, ‘দীর্ঘদিন পরিবার নিয়ে ভীষণ কষ্টে ছিলাম। আজ গাড়ি কেনার সহায়তা পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি।’

বিলবিলাস গ্রামের আরো একজন উপকারভোগী বলেন, ‘ড. মাসুদ ভাইয়ের সহায়তায় সংসারের অভাব ঘুচবে। আমরা তার জন্য দোয়া করি, যেন তিনি বাউফলের মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠতে পারেন।’

গোসিংগা আফসার গ্যারেজের দু’পা হারানো হাশেম হাওলাদার হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার চলাফেরার কষ্ট কিছুটা লাঘব হলো। ড. মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার নেক আশা পূরণ করেন।’

সহায়তা প্রদানকালে ড. সুফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘মানবতার কল্যাণে কাজ করা ইবাদতের অংশ। এই ইবাদতে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু আজ নয়, অতীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সংকটময় সময়ে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে এসেছে। আমরা ক্ষমতা বা এমপপি হতে চাই না আমরা চাই মানুষের প্রকৃত সেবক হতে।’