এইচএসসির মেধাবী মুখ : জান্নাতুল নুসরাত রাত্রী

ভবিষ্যতে আইনজীবী হয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে রাত্রীর।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachari
জান্নাতুল নুসরাত রাত্রী
জান্নাতুল নুসরাত রাত্রী |নয়া দিগন্ত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মানবিক বিভাগ থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জান্নাতুল নুসরাত রাত্রী। সে দৈনিক নয়া দিগন্তের রামগড় সংবাদদাতা বেলাল হোসাইনের মেয়ে। তার মা মনোয়ারা আক্তার একজন শিক্ষিকা।

রাত্রী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। প্রাথমিক শিক্ষায়ও সে ভালো ফলাফল করেছিল এবং পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

ভবিষ্যতে আইনজীবী হয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে রাত্রীর।

নিজের স্বপ্নের কথা জানিয়ে রাত্রী বলে, ‘আমি এমন একজন মানুষ হতে চাই, যে অন্যের ন্যায়বিচারের জন্য কাজ করতে পারবে। আমার এ সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবা-মা ও শিক্ষকসহ সবার কাছে দোয়া চাই।’