নাটোরের সিংড়ায় ১৪ বছর পর একটি অমিমাংসিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে সিংড়ার চলনবিলের ইন্দ্রাসুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ।
এদিন একই সাথে যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় ফিরিয়ে আনতে নতুন করে ১৬ টিমের আরো একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনও করা হয়েছে। এই খেলাধূলাকে কেন্দ্র করে এলাকায় আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ফাইনাল খেলায় বড়িয়া একাদশকে ২-০ গোলে হারিয়ে ট্যাম্পিয়ন ট্রফি অর্জন করে মাস্টার একাদশ। পরে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ ও নতুন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু তাহের টগরের সভাপতিত্বে ও যুব সমাজের প্রতিনিধি আব্দুল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, থানা বিএনপির অন্যতম সদস্য সাইদুর রহমান সাধু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।
খেলার আয়োজক ও যুব সমাজের প্রতিনিধি আব্দুল করিম বলেন, ‘এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রম আয়োজন।’