নরসিংদীর শিবপুরে শাকিল মিয়া (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা পর বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া উপজেলার যোশর ইউনিয়নের ছোটাবন্দের গিদার গ্রামের মানিক মিয়ার ছেলে।
মানিক মিয়া বলেন, বুধবার রাতে আমার ছেলেকে কে বা কারা বাড়ি থেকে ফোন করে নিয়ে যায়। গভীর রাত হলেও সে বাড়িতে না আশায় তাকে আমরা খোঁজাখুঁজি করে পাইনি। পরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জানতে পারি, আমার ছেলেকে কে বা কারা হত্যা করে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখেছে। পরে থানায় খবর দেই।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসাইন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।



