লালমোহনে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র তুহিন গ্রেফতার

আওয়ামী লীগ মনোনীত লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েতকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে আটক সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন
লালমোহনে আটক সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন |নয়া দিগন্ত

আওয়ামী লীগ মনোনীত লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) লালমোহন থানার মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

লালমোহন থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েতকে গ্রেফতার করা হয় এবং সাথে সাথে আদালতে চালান করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা রয়েছে সে মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার বিস্তারিত তদন্তের স্বার্থে পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।