লালমোহনে সেচ্ছাসেবক দলের নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের কাজি বাজারে বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে সেচ্ছাসেবক দলের নেতার ওপর দুর্বৃত্তদের হামলা
লালমোহনে সেচ্ছাসেবক দলের নেতার ওপর দুর্বৃত্তদের হামলা |নয়া দিগন্ত

ভোলার লালমোহনের ধলী গৌরনগর ইউনিয়ন দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বর্তমান সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি ও চরমোল্লাজী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মফিজুল ইসলাম শান্তর (৪০) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের কাজি বাজারে বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি মো: মফিজুল ইসলাম শান্ত বাড়িতে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোতাচ্ছিম বিল্লাহ বাবুল মিয়ার বাড়ীর সংলগ্ন রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মফিজ চরমোল্লাজী গ্রামের বলি বাড়ির জামাল উদ্দিন বলির ছেলে।

এ ব্যাপারে লালমোহন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত সেচ্ছাসেবক দলের নেতার স্বজনরা।