আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সাথে আসনটির পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমির আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমির রফিকুল ইসলাম ও উপজেলা জামায়েতের সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মাওলানা মাহফুজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। দুই উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়েছি। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। তারা ন্যায়ের শাসন দেখতে চায়। নির্বাচনে মানুষ এবার জামায়াতকে বেছে নিবে। নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ এ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে।’



