স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’-এর ২০২৫-২০২৭ সেশনের জন্য সাজন আহমদ সাজুকে সভাপতি এবং এম জে এইচ জামিলকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সাধারণ সদস্যদের কণ্ঠ ভোটে সাজুকে সভাপতি এবং জামিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অন্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি নাহিদ আহমদ ও ডেনী আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক রাজন, বুরহান উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদা আব্বাসী, প্রচার সম্পাদক ফাতেহা বেগম, অর্থ সম্পাদক শেখ হাবিব রহমান, সহ-অর্থ সম্পাদক বেলাল আহমদ, দফতর সম্পাদক সোহেল আহমদ সোহাগ, যোগাযোগ সম্পাদক ইয়াসিন আহমদ মান্না, আপ্যায়ন সম্পাদক কয়েস আহমদ, ধর্ম সম্পাদক হাসান আহমদ সানি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাইশা জ্যোতি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামিনা আক্তার মাহা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছাদির হোসেন, ক্রীড়া সম্পাদক সাজিদ হোসেন, কার্যনির্বাহী সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সাইদ হোসেন সাবু, শফিকুল ইসলাম সোহাগ, তফাজ্জুল হক সুমন ও দিলোয়ার হোসেন।