ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে মারাত্মক পড়েছেন যাত্রীরা।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুস সোবহান জানান, কেন্দ্রীয় নির্দেশে আজ সোমবার সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটসহ উত্তরবঙ্গের সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান মালিক সমিতির এই দুই নেতা।
মালিক-শ্রমিকদের দাবি মানা না হলে আগামীকাল সকাল থেকে ঢাকা বিভাগ এবং পরদিন থেকে সারা বাংলাদেশে বাস মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
এদিকে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অসংখ্য যাত্রী বাসে ঢাকা যাওয়ার উদ্দেশে বাস টার্মিনালে এসে বাস বন্ধ দেখে বিপাকে পড়েছেন।
জামালপুর পৌর বাস টার্মিনালে সাইফুল্লাহ নামে এক যাত্রী বলেন, ‘দেশে কথায় কথায় আন্দোলন হয়। এতে আমাদের মতো সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হয়।’
মাহমুদ হাসান নামে আরেক যাত্রী বলেন, ‘আমরা সাধারণ মানুষ। আমাদের কোনো আন্দোলন নেই। আমরা নিরবে-নিবৃত্তে নিষ্পেষিত হই। আমাদের বলারও কিছু নেই, শোনারও কেউ নেই, আন্দোলনেরও কোনো সুযোগ নেই। দুর্ভোগ-দুর্দশা সহ্য ও ধৈর্য ধরাই আমাদের কাজ।’
আসাদুল নামে অপর এক যাত্রী বলেন, ‘আমরা কৃষক। শহরে যাই বিশেষ কোনো কাজে। শহরের নানা পেশার মানুষ নানামুখী আন্দোলন করে। কৃষক হিসাবে আমরা যে কত বঞ্চিত হচ্ছি, আমাদের আন্দোলন কে করে!’