ঘাটাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আবু সাইম মণ্ডল (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ঘাটাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আবু সাইম মন্ডল যশোর কোতোয়ালি থানার কাবিলা গ্রামের মরহুম শাফিয়ার মন্ডলের ছেলে এবং আহত সালমা আক্তার (৩৫) ঘাটাইল উপজেলার জয়নাবাড়ি এলাকার মরহুম শামসুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, সন্ধ্যায় গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস ঘাটাইল শহরের ময়মনসিংহ সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।