চান্দিনায় ট্রাক উল্টে পথচারী নিহত

‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।’

Location :

Chandina
চান্দিনায় ট্রাক উল্টে পথচারী নিহত
চান্দিনায় ট্রাক উল্টে পথচারী নিহত |নয়া দিগন্ত

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চান্দিনায় আদা ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কসাই।

স্থানীয় বাঁশ ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে আব্দুল খালেক গরু জবাই করতে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুটি ভেঙে এবং পথচারী আব্দুল খালেককে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় কসাই খালেক। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান- এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।