মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ : ককটেল বিস্ফোরণ, দোকানপাটে ভাংচুর

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা |নয়া দিগন্ত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের টানা দেড় ঘণ্টা সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় দোকানপাট।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুই মাস আগে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে জিলান, আরমান, মুবিন ও সাফিনসহ তাদের পক্ষের কিশোররা। পরে রাতে ৮টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোরদের সাথে জিলান গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় প্রায় ৩০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮-এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবের সদস্যরা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। এসময় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।