ফটিকছড়িতে অস্ত্র ও মাদকসহ ২ যুবক আটক

উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছিলোনিয়া গ্রামের হামিদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

Location :

Fatikchhari
আটক দুই যুবক
আটক দুই যুবক |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, কয়েকশ পিস ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাঁজা ও মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছিলোনিয়া গ্রামের হামিদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন ওই গ্রামের ওবায়দুল হকের ছেলে মো: এনামুল হক এবং নঈম উদ্দিনের ছেলে মো: সাকিব উদ্দিন (২২)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ইয়াবা বিক্রির গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল অভিযানে নামে। এ সময় এনামুল হকের কাছ থেকে একটি দেশীয় এলজি, কয়েকশ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে সাকিব উদ্দিনের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা এবং দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।