জুলাই অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা

সাংবাদিক মাজহারকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মাননা

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে
সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জুলাই অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা পদক পাওয়ায় দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর বিভাগীয় প্রধান সরকার মাজহারুল মান্নান ও ভিডিও সাংবাদিক আলমগীর হোসেনকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।

এর আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাদন দমন আদালতের পিপি এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্ট অ্যাডভোকেট শফি কামাল, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, বাংলার চোখের প্রতিষ্ঠাতা তানবীর হোসেন আশরাফী।

অ্যাসোসিয়েশেনের রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসে বাপ্পী, দৈনিক মায়া বাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস জয়, আরপিইউজের দফতর সম্পাদক হারুণ অর রশিদ সোহেল ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম চান, আমাদের কণ্ঠের প্রতিনিধি হারুণ অর রশিদ বাবু, দেশ নিউজ২৪-এর প্রতিবেদক মাহজাবিন মৌ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মেজবাহুল মোকাররবিন হিমেল।

পরে ২৯ পাউন্ড কেকে কাটা হয়। এছাড়াও অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জুলাই অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা পদক পাওয়ায় দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান ও ভিডিও সাংবাদিক আলমগীর হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামু বলেন, ‘ফটো সাংবাদিকরা হলেন গণমাধ্যমের প্রাণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবাইকে। সরকারি-বেসরকারিভাবে তাদের কাজের সুযোগ আরো অবারিত করতে হবে।’

সামু বলেন, ‘ধারাবাহিকভাবে উন্নয়ন বৈষম্যের শিকার রংপুরকে উন্নয়নের মুল স্রোতে এনে সম্মৃদ্ধ রংপুর বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।’

এসময় তিনি রংপুরের সমস্যা এবং উত্তরণে নিজের সম্মৃদ্ধ রংপুর রূপকল্পের বিভিন্ন দিকও তুলে ধরেন। বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপরেখায় বদলে যাবে আগামীর রংপুর।’