রংপুরে অজ্ঞান অবস্থায় গাইবান্ধার এমপি প্রার্থীকে উদ্ধার

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
আজিজার রহমানকে রংপুর শহর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজিজার রহমানকে রংপুর শহর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। |নয়া দিগন্ত

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী আজিজার রহমানকে রংপুর শহর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর মডার্ন মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

রংপুর মহানগর তাজহাট তাজহাট থানা ওসি আতাউর রহমান জানান, ‘সন্ধ্যা ৭টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান। ঢাকা থেকে কুড়িগ্রামগামী পিংকি গাড়িতে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মডার্ন মোড়ে এসে গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়া হয়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহার থানায় জিজ্ঞাসাবাদ করছে।’