ধর্ম উপদেষ্টা

মসজিদের মাধ্যমে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে যাবে

‘ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদের মধ্যে বড় ধরনের কোনো “ক্রস মিসটেক” পাওয়া যায়নি।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
সাংবাদিকদের সাথে কথা বলছেন ধর্ম উপদেষ্টা
সাংবাদিকদের সাথে কথা বলছেন ধর্ম উপদেষ্টা |ছবি : নয়া দিগন্ত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়; বরং এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। এর মাধ্যমে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাবে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মডেল মসজিদের কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুত এসব সংশোধন করবে। এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে—পুরুষ ও নারীদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদের মধ্যে বড় ধরনের কোনো ‘ক্রস মিসটেক’ পাওয়া যায়নি। ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা ঠিকাদার ও প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে আগামী এক-দুই মাসের মধ্যেই ভবনটি ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে।