ময়মনসিংহের গফরগাঁওয়ে আড়াই বছরের মেয়েকে রশি দিয়ে হত্যা করে এক মা নিজেও একই রশিতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনায় পাগলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
মৃতরা হলেন- বিরই সপেরবাড়ী গ্রামের সৌদি প্রবাসী শাহীনের স্ত্রী মর্জিনা বেগম (২৩) এবং তাদের আড়াই বছর বয়সী মেয়ে ময়না বেগম।
এরআগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই সপেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য শাহীন আড়াই মাস আগে দেশে ফিরে আসেন এবং স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীর চিকিৎসা করাতে শুরু করেন। ঘটনার দিন দুপুরে মর্জিনা বেগম প্রথমে তার শিশু কন্যা ময়নাকে গলা রশি দিয়ে হত্যা করে। এরপর তিনি নিজের গলায় একই রশি পেঁচিয়ে নিজেও আত্মহত্যা করেন। এদিকে শাহীন বাড়ি ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করেও সাড়াশব্দ পায়নি। পরে পাশের রুমে সিলিংয়ে উঠে এ ঘটনা দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মা- মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকেও থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসতঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূ মর্জিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এই ঘটনার পেছনের কোনো কারণ জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকে থানায় আনা হয়। এঘটনায় বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।



