বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের পর কোনো এক সময় চট্টগ্রামগামী (ডাউন লাইন) ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে, যা ট্রেনের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনাকে স্পষ্ট করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।